ব্যবহারযোগ্য টয়লেট না থাকায় নারী ভুগছে নানা রোগে
১৯ নভেম্বর ২০১৮ ১৮:৫৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দেশে নারীবান্ধব টয়লেট রয়েছে মাত্র ১৫ শতাংশ। বড় শহর, মফস্বলে ঘরের বাইরে যাওয়া মাত্রই টয়লেট নিয়ে নানা সমস্যার মুখোমুখি হন নারীরা। ব্যবহারযোগ্য না হওয়াতে টয়লেটে যাওয়া এড়িয়ে চলেন নারীরা, ফলে অনেকেই প্রস্রাবে সংক্রমণ ও কিডনির সমস্যায় ভোগেন। তাই এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।
শতভাগ নারীবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে আজ সোমবার (১৯ নভেম্বর) পালিত হল ‘বিশ্ব টয়লেট দিবস’।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর পণ্য হারপুন টয়লেট ক্লিনার-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘চলুন ভাবি এবং ভাবাই’ এই শ্লোগান নিয়ে বিশ্ব টয়লেট দিবস-২০১৮ পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান র্যালির উদ্বোধন করেন, র্যালিটি পরে টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইশতিয়াক নাহিদ, হেড অব সেলস সোহেল হাওলাদারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
র্যালিতে রাজধানীর বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীর পাশাপাশি কর্মজীবী নারী ও নানা পেশাজীবীরা অংশ নেন। র্যালি শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে ওঠে আসে কীভাবে নারীবান্ধব টয়লেটের অভাবে যাত্রাপথে, কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান-এ নারীরা টয়লেট ব্যবহার থেকে বিরত থাকেন এবং তার ফলে নানা শারীরিক ও মানসিক চাপের শিকার হন।
সারাবাংলা/জেএ/এমআই