ব্রেক্সিটের পর যুক্তরাজ্যে অগ্রাধিকার হারাবে ইউরোপীয় অভিবাসীরা
১৯ নভেম্বর ২০১৮ ১৯:২০
।। আন্তর্জাতিক ডেস্ক।।
ব্রেক্সিটের পর যুক্তরাজ্যে অগ্রাধিকার হারাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসীরা। অভিবাসন হবে দক্ষতা-ভিত্তিক। এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, নিজের খসড়া ব্রেক্সিট চুক্তি চুড়ান্ত করার উদ্দেশ্যে অভিবাসন ইস্যু টেনে আনছেন মে। পাশাপাশি বাণিজ্যিক সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিগত সপ্তাহে ব্রেক্সিট বিষয়ক নতুন খসড়া চুক্তিটি নিয়ে তীব্র সংকটের মুখে পড়ার পর এমন পদক্ষেপ নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
মে বলেন, ব্রেক্সিটের পর অভিবাসন হবে দক্ষতা-ভিত্তিক। তখন ইইউ সদস্য দেশের নাগরিকরা অভিবাসনে অগ্রাধিকার পাবেন না। তাদের বদলে সিডনির ইঞ্জিনিয়ার বা দিল্লির সফটওয়ার ডেভেলপাররা দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার পেতে পারেন।
বাণিজ্যিক সংগঠন দ্য কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সিবিআই’র নেতারা তার খসড়া ব্রেক্সিট চুক্তির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
আরও পড়ুন- ব্রেক্সিটের শেষ ‘দেখে ছাড়বেন’ থেরেসা মে
নতুন খসড়া চুক্তিটি পরিবর্তনের জন্য নিজ দলের শীর্ষ নেতাদের কাছ থেকে চাপে থাকার মাঝে অভিবাসন অগ্রাধিকার পরিবর্তন ও বাণিজ্যিক সমর্থনের কথা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এদিকে, চুক্তিটি চূড়ান্ত করার আগে এ বিষয়ে রোববার (১৮ নভেম্বর) ব্রাসেলসে বৈঠক করেছে ইইউ’র বাকি ২৭ সদস্য দেশের নেতারা। তারা চুক্তিটির রাজনৈতিক ঘোষণা ও ব্রেক্সিটের পরে যুক্তরাজ্যের সঙ্গে তাদের সম্পর্ক কিরকম হবে সেসব বিষয়ে কাজ করছেন। এই সপ্তাহান্তে চুক্তিটিতে উভয় পক্ষ স্বাক্ষর করার কথা রয়েছে।
মে’র খসড়া চুক্তিটি যুক্তরাজ্যজুড়ে চরমভাবে সমালোচিত হয়েছে। মন্ত্রীসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার পরপরই চুক্তিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন দুই মন্ত্রী ও চার জুনিয়র মন্ত্রী। এছাড়া মে’র বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের দাবি জানিয়েছে বেশ কয়েকজন টরি মন্ত্রী।
সারাবাংলা/ আরএ