Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ড ভ্যান থেকে চুরি যাওয়া পণ্য উদ্ধার, গ্রেফতার ১


১৯ নভেম্বর ২০১৮ ২০:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: কাভার্ড ভ্যান থেকে চুরি যাওয়া বিভিন্ন পণ্যসহ আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার যুবক চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকার চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে আরজু শাহ মাজারের গলিতে অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করা হয়েছে।

আরিফের বাসায় অভিযান চালিয়ে ৯০ কেজি বিভিন্ন রঙের গার্মেন্টস পোশাক, একটি এসি বক্স, একটি এসি, ফ্যান উদ্ধার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম।

তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি পণ্য নিয়ে যেসব কাভার্ড ভ্যান আসা-যাওয়া করে, সেই কাভার্ড ভ্যানে চুরি করে চোর চক্র। এতে বিদেশেও আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কারণ, অর্ডার দিয়ে কম পণ্য পায় তারা। এই চক্রের এক সদস্যকে আমরা গ্রেফতার করেছি। আরও তিনজনের বিষয়ে তথ্য পেয়েছি। তবে তারা এখনও পলাতক।

আরিফের বিরুদ্ধে ডবলমুরিং থানায় চুরির মামলা দায়ের হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর