নয়াপল্টনে সংঘর্ষ: ‘হেলমেটধারী’ ছাত্রদল নেতা গ্রেফতার
২০ নভেম্বর ২০১৮ ০৮:২৪ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৮:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নয়াপল্টনে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত হেলমেট পরা এক ছাত্রদল নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মতিঝিল জোনের একজন কর্মকর্তা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন, কোন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানাতে পারেননি তিনি।
তবে এ বিষয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমে বিস্তারিত জানানো হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের একটি সূত্র। গ্রেফতারকৃত হেলমেট পরা ওই যুবকের নাম এইচ কে হোসেন আলী ওরফে হৃদয় খান।
সূত্র জানায়, সোমবার ভোর ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর থেকে ওই যুবককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তিনি রাজধানীর শাহজাহানপুর থানা ছাত্রদলের নেতা।
সারাবাংলা/এসএইচ/এমও