Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব শুরু


২০ নভেম্বর ২০১৮ ০৯:০৫

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’ এর আয়োজনে মঙ্গলবার (২০ নভেম্বর) টিএসসি মিলনায়তনে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ২০১৮’। উৎসবে মঞ্চস্থ হবে ‘আমিনা সুন্দরী’, ‘ক্রাচের কর্নেল’ ও ‘নিত্যপুরাণ’ নাটক তিনটি।

বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে উৎসবের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এই বছর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যজন সম্মাননা’ পাচ্ছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা, ত্রপা মজুমদার এবং মু. মাহতাব উদ্দিন আরজু।

উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় থিয়েটার আর্ট ইউনিট দলের অভিনয়ে মঞ্চায়িত হবে নাটক ‘আমিনা সুন্দরী’। নারীর বৈষম্য-বঞ্চনাকে তুলে ধরে প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’ অবলম্বনে গড়ে উঠেছে এই নাটকটি ‘আমিনা সুন্দরী’।

বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা নিয়ে ২১ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্নেল’ উপন্যাসটির নাট্যরূপ মঞ্চায়িত করবে নাট্যদল ‘বটতলা’। উৎসবের শেষ দিন ২২ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশ নাটক দলের পরিবেশনায় নাটক ‘নিত্যপুরাণ’। প্রতিটি নাটকের টিকেট মূল্য ৫০ টাকা।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে আছে সারাবাংলা, দৈনিক ইত্তেফাক, রেডিও আম্বার এবং যমুনা টেলিভিশন।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর