যুক্তরাষ্ট্রে শিকাগোতে হাসপাতালে গুলি, ৪ জনের মৃত্যু
২০ নভেম্বর ২০১৮ ১১:৪২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে হাসপাতাল কর্মচারি ও এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীরও মৃত্যু হয়, বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ছাড়াও দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ডেনভারে অপর একটি হামলায় এক জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন।
শিকাগো পুলিশ পরিদর্শক এডি জনসন জানিয়েছেন, ‘মার্সি হসপিটাল অ্যান্ড মেডিকেল সেন্টারে বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্য, হাসপাতালের দুজন কর্মচারি ও সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়েছে।’
জনসন আরও জানিয়েছেন, ‘হাসপাতালের বাইরে পার্কিং লটে কয়েক জনের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে। যারা একে অপরের পরিচিত। ওই বন্দুকধারীর এক বন্ধু তাকে থামানোর চেষ্টা করলে তার শার্ট ধরে টান দেয় ও তার দিকে অস্ত্র তাক করে। এরপর গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।
হাসপাতালে নিহত একজন নারীর সঙ্গে হামলাকারীর পারিবারিক সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একজন মুখপাত্র টুুইট বার্তায় জানিয়েছেন, এ ঘটনায় স্যামুয়ল জিমেনেজ নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় হামলাকারীরও মৃত্যু হয়েছে তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়।
সারাবাংলা/এসএল/এমআই