ভারতে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ, নিহত ৬
২০ নভেম্বর ২০১৮ ১৩:২৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে ওয়ারধা জেলার সোনোগাঁ আবাজি গ্রামে পুলগাঁও সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোতে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
পুরনো বিস্ফোরক নিস্ক্রিয় করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। বাকি তিনজনের মারা যান হাসপাতালে। নিহতরা ওই ফ্যাক্টরির কর্মচারি ও শ্রমিক।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শিকাগোতে হাসপাতালে গুলি, ৪ জনের মৃত্যু
সিনিয়র পুলিশ অফিসার নিখিল পিংকল জানান, দশ-পনের জন শ্রমিক সেখানে কাজ করছিলো। বিস্ফোরকগুলো নামানোর সময় একটি বক্সে প্রথম বিস্ফোরণ ঘটে। খোলা মাঠে এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
উল্লেখ্য,পুলগাঁওয়ে সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোতে ২০১৬ সালে এক বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু হয়েছিলো।
সারাবাংলা/এনএইচ