Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর মনোনয়ন না দেওয়ার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন


২০ নভেম্বর ২০১৮ ১৪:০৫ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৪:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির নেতা মোস্তফা আল মাহমু‌দের ম‌নোনয়ন না দেওয়ার দা‌বি জা‌নি‌য়ে‌ছেন তার স্ত্রী ও সন্তানেরা।

মঙ্গলবার দুপু‌রে ঢাকা রি‌পোর্টাস ইউ‌নি‌টি‌ ক্রাইম রি‌পোর্টার্স বহুমুখী সমবায় স‌মি‌তিতে এক সংবাদ স‌ম্মেল‌নে তারা এ দা‌বি জানান।

মোস্তফা আল মাহমু‌দের স্ত্রী নুজহাতুন নেছা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার স্বামী জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন। যিনি নিজের স্ত্রি-সন্তানের খোঁজ রাখেন না। নির্বাচিত হলে কীভাবে এলাকাবাসীর খোঁজ-খবর রাখবেন। এ কারণে নির্বাচনে তাকে যেনো মনোনয়ন না দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১৯৯৯ সা‌লে ৬ আগস্ট পা‌রিবা‌রিকভা‌বে মোস্তফার স‌ঙ্গে আমার বি‌য়ে হয়।‌ বি‌য়ের পর থে‌কেই আমার স্বামী নানা ধর‌ণের অপ‌কর্মের সঙ্গে জড়িত। সেগুলোর প্র‌তিবাদ করায় আমা‌কে প্রায়ই মারধর ক‌রে।’

তিনি আরও বলেন, ‘মোস্তফা সে‌কেন্ড হো‌মের কথা ব‌লে আমা‌কে মাল‌য়ে‌শিয়া নি‌য়ে যান।‌ সেখা‌নে যাওয়ার পরই আমার ওপর তার নির্যাতন আরও বে‌ড়ে যায়। মাল‌য়ে‌শিয়া‌তে ব‌সে প্রায় প্র‌তি‌দিনই আমা‌কে মারধর ক‌রতো। এক‌দিন আমা‌র মাথা ফা‌ঁঠি‌য়ে দেয়। এ ঘটনার পরপরই আ‌মি বে‌ঁচে নেই ভে‌বে আমা‌দের ফে‌লে মাল‌য়ে‌শিয়া থে‌কে চ‌লে আ‌সে। প‌রে জান‌তে পা‌রি আম‌কে মে‌রে ফেলার উ‌দ্দেশ্য নি‌য়ে আমা‌কে মাল‌য়ে‌শিয়া নি‌য়ে যায়। তারপর দে‌শে আস‌লে আমা‌কে তার বাসায় উঠ‌তে দেয়নি। খুব কষ্ট ক‌রে এখন আমার সন্তান‌দের নি‌য়ে উওরায় থা‌কি। এমন‌কি আমা‌দের কোন খোঁজ-খবরও নেয় না মোস্তফা। আমার দুই সন্তান আজ‌কে হুম‌কির ম‌ধ্যে। তা‌দের‌কে মে‌রে ফেলার হুম‌কি দি‌চ্ছে প্র‌তি‌নিয়ত।’

সারাবাংলা/এমএমএইচ/এমআই

জাতীয় পার্টি মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর