Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে তিন বছরের শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে যুবক আটক


২০ নভেম্বর ২০১৮ ১৫:২৮ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৫:৩২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

তিন বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ভারতের উত্তর প্রদেশ থেকে সুনীল (১৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ নভেম্বর) ঝাঁসি থেকে ওই অভিযুক্তকে আটক করা হয়ে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ওই নৃশংস ঘটনাটি ঘটে। মিষ্টান্নের লোভ দেখিয়ে শিশুটিকে নির্জন কক্ষে নিয়ে যায় অভিযুক্ত সুনীল। এরপর ধর্ষণ ও হত্যা করে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সুনীলকে গুরুগাঁও-এর আদালতে হাজির করার কথা রয়েছে।

সুনীলকে খুঁজতে তিনটি রাজ্যে অনুসন্ধান চালানো হয়। রোববার সে সিসিটিভি ক্যামেরায় প্রথম ধরা পড়ে। তারপর তাকে ঝাঁসির মাগারপুর গ্রাম থেকে গ্রেফতার করে সক্ষম হয় পুলিশ। সে দিনমজুরের ছদ্মবেশ নিয়ে পালিয়ে ছিলো। সুনীলকে খুঁজে পেতে সাহায্য করলে দুই লাখ রুপি পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়।

সারাবাংলা/এনএইচ

ধর্ষণ ও হত্যা শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর