বাংলাদেশ ওপিসিডব্লিউর নির্বাহী সদস্য নির্বাচিত
২০ নভেম্বর ২০১৮ ১৯:৫৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশ আগামী ২০১৯-২১ মেয়াদের জন্য রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ বা OPCW-Organization for the Prohibition of Chemical Weapons) নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, চলমান (১৯-২০ নভেম্বর ২০১৮) ২৩তম অধিবেশনে গত ১৯ নভেম্বর (সোমবার) সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ওপিসিডব্লিউর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়।
এ ছাড়া, বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২৩তম অধিবেশনের ভাইস-চেয়ারপার্সনও নির্বাচিত হয়েছে। ওপিসিডব্লিউর নির্বাহী পরিষদের আগামী ২০১৯-২০২১ মেয়াদের জন্য এশিয়া অঞ্চল থেকে বাংলাদেশসহ ৬টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, প্রায় একযুগ পর বিগত ২০১৬-২০১৮ মেয়াদের জন্য বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল।
সারাবাংলা/জেআইএল/এনএইচ