Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বর থেকে শনিবারও খোলা থাকেবে বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস


২০ নভেম্বর ২০১৮ ২০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ডিসেম্বর (০১ ডিসেম্বর ) থেকে প্রতি শনিবার ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিএসটিআই থেকে মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বার্তায় এই তথ্য জানান হয়েছে।

বার্তায় বলা হয়েছে, মহাপরিচালক এ.কে.এম. শামসুল আরেফীন মঙ্গলবার (২০ নভেম্বর) বিএসটিআই’র ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ঝটিকা সফরে গেলে সেবা প্রার্থীরা প্রতি শনিবার ছুটির দিনেও সংস্থাটির সেবা প্রত্যাশা করেন। এ সময় বিএসটিআই’র পরিচালক প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সেবা প্রার্থীদের অনুরোধের প্রেক্ষিতে মহাপরিচালক এ.কে.এম. শামসুল আরেফীন আগামী ডিসেম্বর থেকে প্রতি শনিবার ছুটির দিনেও বিএসটিআই খোলা রাখার সিদ্ধান্ত দেন।

সারাবাংলা/জেআইএল/এনএইচ

ওয়ান স্টপ সার্ভিস ছুটির দিনও খোলা বিএসটিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর