Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের আগে ওয়াজ মাহফিলের অনুমতি দিতে চায় না ইসি


২১ নভেম্বর ২০১৮ ১০:৫৩ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ১১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে ধর্মীয় ওয়াজ মাহফিলের অনুমতি না দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এরই মধ্যে কোনো ওয়াজ মাহফিলের অনুমতি দেয়া থাকলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তা পালন করার সুযোগ থাকবে।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত একটি চিঠিতে এমন নির্দেশনা দিয়ে তা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। দায়িত্বশীল ইসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত পুন:নির্ধারিত সময়সূচি অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই সময়ে কোনো ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানে নতুনভাবে কোনো তারিখ নির্ধারণ না করার জন্য অথবা স্থানীয় প্রশাসন/পুলিশ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সভা/ওয়াজ মাহফিল না করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। তবে যেসব ধর্মীয় সভা/ওয়াজ মাহফিলের তারিখ এরইমধ্যে নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে একান্তই আয়োজনের প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে আয়োজন করতে হবে।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরো বলা হয়, পূর্ব নির্ধারিত ও বিশেষ বিবেচনায় ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলে কোনো প্রার্থী, রাজনৈতিক দলের সদস্য বা কেউ নির্বাচনী প্রচারণা বা কারো পক্ষে বক্তব্য না দেয়ার জন্য নির্বাচন কমিশন বিশেষভাবে নির্দেশনা দিচ্ছে।

একই সঙ্গে নির্দেশনাটি প্রতিপালনের জন্য সভা/ওয়াজ মাহফিলে রিটার্নিং কর্মকর্তা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করবেন বলেও কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/জিএস/জেএএম

ইসি ওয়াজ মাহফিল নির্বাচন ২০১৮

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর