Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের অভিযান, গ্রেফতার ১


২১ নভেম্বর ২০১৮ ১১:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্থানা সন্দেহে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ৩টা থেকেই বাড়িটি ঘিরে রাখা হলেও অভিযান শুরু হয় বুধবার (২১ নভেম্বর) ভোরে। সকালয় ৯টায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

অভিযানে ওই বাড়ি থেকে আকতারুজ্জামান ওরফে সাগর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে দাবি করছে র‌্যাব। এসময় ওই বাড়ি থেকে এক বস্তা জিহাদি বই ও ১টি নকল বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব জানান, দীর্ঘদিন ধরেই সাগরের ওপর নজর রাখছিলেন তারা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হলো।

গ্রেফতার আকতারুজ্জামান সাগর কোরানে হাফেজ বলে জানিয়েছেন তারা বাবা শরাফত হোসেন। তবে তার ছেলে নির্দোষ এবং মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করেছেন তিনি।

সারাবাংলা/এসএমএন

জঙ্গি আস্তানা জঙ্গি আস্তানায় অভিযান ঝিনাইদহ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর