Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ


২১ নভেম্বর ২০১৮ ১২:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : আশুলিয়ার জামগড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রফিকুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী লাইজু আক্তার (৩০)।

দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

লাইজুর বাবা মো. হৃদয় হোসেন জানান, আশুলিয়া জামগড়া চিত্রাশাইল এলকার একটি বাসায় ভাড়া থাকতেন রফিকুল-লাইজু দম্পতি। সেখানেই স্থানীয় একটি পোশাক কারাখানায় কাজ করতেন তারা।

বুধবার ভোরে কারখানায় যাওয়ার আগে রান্না শুরু করেন লাইজু। রফিকুলও সেখানে ছিলেন। হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দুজনই দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে বলে জানান হৃদয় হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, রফিকুলের শরীরের ৪০ শতাংশ ও লাইজুর ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশংকাজনক বলেও জানান তিনি।

সারাবাংলা/এসআর/এসএমএন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ জামগড়া