Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে


৯ জানুয়ারি ২০১৮ ০৮:৫৯

সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট

সৌদি আরবের জিজান প্রদেশের শামতায়  সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিহতদের পরিচয় জানিয়েছে। নিহতদের মধ্যে নরসিংদীর দুইজন, টাঙ্গাইলের দুইজন, নারায়ণগঞ্জের একজন, কিশোরগঞ্জের একজন, সিরাজগঞ্জের একজন রয়েছে।

নিহতরা হলেন 

১। মোহাম্মদ ইডেন মিয়া, পাসপোর্ট নং : BJ 0232065, পিতা : সিরাজ মিয়া, গ্রাম : বীরগাঁও, ওয়ার্ড- ৮, থানা : আলোকবালি, নরসিংদী সদর, জেলা : নরসিংদী।

২। সফিকুল সিকদার, পাসপোর্ট নং : BP 0472853, পিতা : আব্দুল হামিদ, গ্রাম : কস্তূরী পাড়া, উপজেলা : কালিহাতি, জেলা : টাঙ্গাইল।

৩। আমির, পাসপোর্ট নং : BH 0060807 পিতা : আবু মিয়া, গ্রাম : বাউসিয়া, করিমপুর, নরসিংদী সদর, জেলা : নরসিংদী।

৪। মোহাম্মদ দুলাল হোসাইন, পাসপোর্ট নং : BJ 0878623 পিতা : আকবর আলি, গ্রাম: বালকদি, শহিদনগর, উপজেলা : কামারকান্দি, জেলা : সিরাজগঞ্জ,

৫। মতিউর রহমান, পাসপোর্ট নং :  AF 8297928 পিতা : মোহাম্মদ আলি, গ্রাম : ননেরটাক, ওয়ার্ড নং- ০১, আনন্দবাজার, উপজেলা : সোনারগাঁ, জেলা : নারায়ণগঞ্জ।

৬। আমিন মিয়া, পাসপোর্ট নং : BL 0318082 পিতা : রহিম মিয়া, গ্রাম : ডুবাইল, জামুরকি, উপজেলা; দেলদুয়ার, জেলা : টাঙ্গাইল।

৭। জসিম উদ্দিন, পাসপোর্ট নং : BH 0294219, পিতা : আবুল কাসেম, গ্রাম : চরহাজিপুর, বিরাজপুর, উপজেলা : হোসেনপুর, কিশোরগঞ্জ।

সৌদি আরবের জিজানে গত শনিবার সড়ক দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত হন। ওই শ্রমিকেরা গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির গাড়ি শ্রমিক বহনকারী ওই গাড়িটিকে  পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলে আটজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন ও পরে আরেকজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতরা শ্রমিকেরা আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

সারাবাংলা/এসআরপি/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর