গাজীপুরে ওয়ার্কশপ মালিক খুন, কর্মচারী পলাতক
২১ নভেম্বর ২০১৮ ১৪:১৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে সফিপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। পরে বুধবার (২১ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত ব্যক্তির নাম ছাদেক আলী (৩৮)। তিনি একটি ওয়ার্কশপের মালিক ছিলেন। এই ঘটনার পর থেকে পলাতক ওয়ার্কশপের কর্মচারী নাজমুল হোসেন।
ছাদেক আলীর পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর আগে উপজেলার সফিপুর এলাকার রশিদ নুরজাহান প্লাজা ভাড়া নিয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসা শুরু করেন তিনি। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ওয়ার্কশপের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাজারের পাহারাদার ও স্থানীয়রা। দ্রুত স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হচ্ছিলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে পথেই তিনি মারা যান।
সফিপুর জেনারেল হাসপাতালের ডিউটি ডাক্তার মেহেদী রায়হান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখেছেন তিনি।
কালিকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনার পর থেকে ওয়ার্কশপের কর্মচারী নাজমুল হোসেন পলাতক। ছাদেক আলীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না।
সারাবাংলা/এসএমএন