Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ে চার বছরে নিখোঁজ ২৬ হাজার নারী


২১ নভেম্বর ২০১৮ ১৪:৩৯ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ১৪:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকেয়া সরণী ডেস্ক।।

ভারতের মুম্বাইয়ে গত চার বছরে অন্তত ২৬ হাজার নারী নিখোঁজ হয়েছে। এদের বেশিরভাগকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত ২ হাজার ২৬৪ জন নারীর সন্ধান পাওয়া যায়নি। দেশটির মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিশ লিখিতভাবে এই তথ্য জানিয়েছেন ক্ষমতাসীন পার্টি বিজেপির বিধানসভার সদস্য মঙ্গল প্রভাত লোধাকে।
গত সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার বৈঠকে এই বিষয়টি আলোচনায় উঠে আসে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিশ গত মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেন।
তথ্যমতে, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বাইয়ে নারী নিখোঁজের সংখ্যা বেড়ে গেছে। এই চার বছরে অন্তত ২৬ হাজার নারী নিখোঁজের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছেন অন্তত ৫ হাজার আদিবাসী নারী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আদিবাসী বেশিরভাগ নারীকে খুঁজে পাওয়া গেছে। এখন ২৯৪ নারী নিখোঁজ আছেন। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের দেওয়া এক নির্দেশ অনুযায়ী, আদিবাসী নারী নিখোঁজের ঘটনাগুলোকে ‘নারী পাচার’ মামলার আওতায় আনা হবে।
মুম্বাইয়ের অধিকাংশ মানুষ এখন নারীর নিরাপত্তা নিয়ে চিন্তিত। নারী নিখোঁজের এই ঘটনাগুলো নিয়ে মুম্বাইয়ের নাগরিকরা উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি/এসএস

নারী পাচার মুম্বাইয়ে নারী নিখোঁজ