Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় আরেকটি হত্যা মামলা


২১ নভেম্বর ২০১৮ ১৫:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নরসিংদী: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে আলাদা সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নিলক্ষার গোপীনাথপুরে গুলিবিদ্ধ হয়ে স্বপন মিয়ার মৃত্যুর ঘটনায় মামলাটি দায়ের করা হয়।

বুধবার (২১ নভেম্বর) সকালে নিহতের বড় ভাই দুলাল মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলা করেন। মামলায় নিলক্ষা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ নিয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় দুই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানসহ ৯৯ জনের বিরুদ্ধে আলাদা তিনটি হত্যা মামলা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের হলো।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির জানান, চরাঞ্চলের তিনটি হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে আলাদা তিনটি মামলা করা হয়েছে। এসব মামলার আসামি ও সংঘর্ষের মূল হোতাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত শুক্রবার রায়পুরার চরাঞ্চলের দুই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশতাধিক।

সারাবাংলা/এসএমএন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর