বাংলাদেশ বিমানের রাঙ্গাপ্রভাত থেকে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার
২১ নভেম্বর ২০১৮ ১৫:৫৯ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ১৬:৪২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ ‘রাঙ্গাপ্রভাত’ এয়ারক্রাফটের সিটের নিচ থেকে ৪.৬৪ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।
চোরাচালানের গোপন সংবাদ পেয়ে বুধবার (২১ নভেম্বর) সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম অবস্থান নেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২২৮ অবতরণ করলে স্বর্ণগুলো জব্দ করা হয়। একইসঙ্গে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী রাঙ্গা প্রভাত এয়ারক্রাফটিও জব্দ করা হয়।
ফ্লাইট থেকে সব যাত্রী নেমে যাওয়ার পরে কাস্টমসের প্রিভেন্টিভ টিম তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি সিটের নিচে কালো টেপে মোড়ানো ২টি লম্বা বার উদ্ধার করে। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, কাস্টমস হলে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে বার দু’টি খোলা হলে ১০ তলা ওজনের ৪০টি সোনার বার পাওয়া যায়। এর মোট ওজন ছিল ৪.৬৪ কেজি। ৪০টি সোনার বারের বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।
সারাবাংলা/জেএ/এটি