Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নূর মোহাম্মদের স্ত্রীর চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


২১ নভেম্বর ২০১৮ ১৬:৪৬ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ২২:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী ফজিলাতুন্নেছার (৮০) চিকিৎসার খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ নভেম্বর) ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজিলাতুন্নেছার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নূর মোহাম্মদের পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন।

নিজ বাসায় গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর অ্যাম্বুলেন্সযোগে শনিবার তাকে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএইচে নেওয়া হয়।

নূর মোহাম্মদের নাতি জামাই মুন্সী আসাদ রহমান সে সময়ে জানিয়েছিলেন, তার নানী শাশুড়ি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কোমরের ব্যথায় ভুগছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

নুর মোহাম্মদ বীরশ্রেষ্ঠ সিএমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর