Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিস হাউজে’ বৈঠকে বসেছে দুই কোরিয়া


৯ জানুয়ারি ২০১৮ ০৯:৩৮

সারাবাংলা ডেস্ক

দুই কোরিয়ার মাঝে অবস্থিত পানমুনজম গ্রামের ‘পিস হাউজ’-এ আজ (মঙ্গলবার) স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকে বসেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। ২০১৫ সালের পর এটাই তাদের প্রথম বৈঠক। পিস হাউজে অনুষ্ঠিত এই বৈঠকে দুই কোরিয়া থেকেই পাঁচজন করে প্রতিনিধি পাঠানো হয়েছে।

শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার বিষয়ে তারা আলাপ করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এই শীতকালীন অলিম্পিক ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে উত্তর কোরিয়া পারমাণবিক বোমা উৎক্ষেপণ করলে দক্ষিণ কোরিয়া কাসং শিল্পকেন্দ্রে যৌথ অর্থনৈতিক প্রকল্প স্থগিত করে দেয়। এতে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

এ ঘটনার পরে উত্তর কোরিয়া সিউলের সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি দুই কোরিয়ার মধ্যে টেলিফোনে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়। ফলে ২০১৫র ডিসেম্বরের পরে দুই কোরিয়ার উচ্চ পর্যায়ে আর কোনো আলোচনা হয়নি।

দক্ষিণ কোরিয়া মনে করছে শীতকালীন অলিম্পিকের মধ্য দিয়ে এই শীতল সম্পর্কের উন্নতির পথ পাওয়া যেতে পারে।

দক্ষিণ কোরিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সিউলের একীকরণের মন্ত্রী সফ মাইাউং-জিওন। তিনি বিবিসিকে জানান, ‘আমরা শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ এবং আন্তঃকোরিয়ান সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।’

উত্তর কোরিয়া দলের নেতৃত্ব দিচ্ছেন রিন সোনা-গভন। তিনি জানান, ‘আজ, উত্তর ও দক্ষিণ কোরিয়া একটি গুরুতর ও আন্তরিক অবস্থানের আলোচনায় অংশ নেবে। আমার ধারণা দেশ দুটো ভালো করবে।’

উত্তর কোরিয়ার আরেকজন নেতা মাইকেল মাডেন মন্তব্য করেছেন, পুনর্মিলনের পথে এটা ছোট একটি পদক্ষেপ।

তিনি বিবিসিকে আরও বলেন, ‘উভয় কোরিয়াই সাবধানতার সাথে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা যা দেখতে চায় তা হলো, এ সভাটি কি আরও বড় আলোচনার পথ তৈরি করতে পারে কি-না।’

সারাবাংলা/এমএ/একে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর