Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে ভেসে উঠল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ


২১ নভেম্বর ২০১৮ ১৭:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজবাড়ী: রাজবাড়ীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলার সদরের রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সরল মুরমু বলেন, বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের অন্ধকারে পুকুরে পাশ দিয়ে যাওয়ার সময় তিনি সেখানে পড়ে গিয়ে তলিয়ে যান। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই উপ-পরিদর্শক।

সারাবাংলা/এমএইচ

ভাসমান মরদেহ মরদেহ মানসিক ভারসাম্যহীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর