Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতের মৃত্যৃ, অস্ত্র-গুলি উদ্ধার


২২ নভেম্বর ২০১৮ ০৯:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোবারক হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। মোবারক হোসেন ডাকাতি করতেন বলে জানিয়েছেন পুলিশ।

বুধবার (২১ নভেম্বর) রাত ১টার দিকে ভালুকার নয়নপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, উপজেলার নয়নপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান তারা। অভিযানে অস্ত্র, গুলি ও ২৫০ গ্রাম হেরোইনসহ মোবারক নামে এক ডাকাতকে  আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই ডাকাত স্বীকার করে তার কাছে আরো অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য ওই এলাকার একটি পতিত জমিতে পৌঁছামাত্রই ডাকাত দলের অন্যরা মোবারককে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে কনস্টেবল শফিকুল ইসলাম ও মোজাম্মেল হক আহত হন।

এ সুযোগে আটক মোবারক দৌড়ে পালানোর সময় দুইপক্ষ গুলিবর্ষণের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

বন্দুকযুদ্ধ ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর