Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ারের পদত্যাগ


২২ নভেম্বর ২০১৮ ১৯:৩৬

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রিন্টু আনোয়ার বৃহস্পতিবার (২২ নভেম্বর) দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানকে পাঠানো পদত্যাগপত্রে এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ার বলেন, ‘উদ্ভূত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় জাতীয় পার্টির রাজনীতি করা সমীচীন হবে না তাই জাতীয় পার্টি থেকে পদত্যাগ করছি।’

জাপা সূত্রে জানা গেছে, বিগত ১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন রিন্টু আনোয়ার। এবারও আসন্ন একাদশ নির্বাচনে মহাজোটগত নির্বাচনে এ আসনটি জাপাকে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। তবে এ নির্বাচনে লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী জাপায় যোগদান করে ফেনী-৩ আসনে মনোনয়ন পেয়েছেন। মূলত এ ক্ষোভ থেকেই তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হয়।

পদত্যাগ প্রসঙ্গে রিন্টু আনোয়ার বলেন, ‘আমি বিগত ২০ বছর হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সততা ও বিশ্বস্ততার সঙ্গে নিরলসভাবে  কাজ করেছি। কিন্তু সম্প্রতি আমার প্রতি যে অবিচার ও অসম্মানের ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত। সে বিবেচনায় আমার আর পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে কাজ করা সমীচীন হবে না, তাই আমি পার্টির সকল পদ থেকে পদত্যাগ করার চিঠি তার কাছে পাঠিয়েছি।’

সারাবাংলা/এএইচএইচ/এসএল/একে

জাপা পদত্যাগ রিন্টু আনোয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর