খাশোগি হত্যাকাণ্ডে গ্রহণযোগ্য তদন্তের আহবান ইইউ’র
২২ নভেম্বর ২০১৮ ২০:১৪
।।আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি লেখক ও সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান। বৃহস্পতিবার (২২ নভেম্বর) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলুর সঙ্গে এক বৈঠক শেষে ফেডেরিকা মোঘেরিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ড নিয়ে এখনও কোন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত সম্পূর্ণ হয়নি। খবর আল জাজিরার।
ইইউ কমিশনার জোহানেস হ্যান ও কাভুসগলুর সঙ্গে তুরস্কের রাজধানী আংকারায় এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন মোঘেরিনি। সম্মেলনে তিনি বলেন, যেকোনও কারণে মৃত্যুদণ্ডের বিরোধী তিনি।
সম্মেলনে কাভুসগলু বলেন, খাশোগি হত্যাকাণ্ডের তদন্তে প্রচুর সময় লাগছে। এছাড়া আন্তর্জাতিক মহল এ ঘটনায় একটি স্বাধীন তদন্ত চাইছে।
সৌদিতে অস্ত্র রপ্তানি বন্ধ করলো ডেনমার্ক
এদিকে, ইয়েমেনে সংশ্লিষ্টতা ও খাশোগি হত্যার জের ধরে সৌদি আরবে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বন্ধ করেছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এক ঘোষণায় এই সিদ্ধান্তের কথা জানান।
অ্যান্ডার্স স্যামুয়েলসন বলেন, ইইউ’র অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারাবাংলা/ আরএ