নির্বাচনে আ. লীগ বিপুল ভোটে জয়ী হবে: কাদের
২৩ নভেম্বর ২০১৮ ১৪:১০
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সংখ্যাতত্ত্বের হিসেবে আমরা ওভারঅল এটুকু বলতে পারি, আগামী নির্বাচনে আমাদের দল ও জোট বিপুল ভোটে জয়লাভ করবে। তবে এসব কথা বলা উচিত নয়, এতে জনগণকে অসম্মান করা হয়। জনগণ আমাদের যত আসনে ভোট দিবে আমরা ততই পাব। কে, কত আসন পাবে দেশের জনগণই তা ঠিক করবে।’
শুক্রবার (২৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে যে জোয়ার দেখা গেছে, সারা দেশে তাদের এই জোয়ার কিন্তু নেই। এই সাময়িক জোয়ারে ক্ষমতার রঙ্গিন খোয়াব যদি বিএনপি নেতারা দেখেন, তাহলে ৩০ ডিসেম্বরই তা টের পাবেন তারা।’
আড়ও পড়ুন: বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইসির
নির্বাচনকে ঘিরে বিএনপি নেতাদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগের বিষয়ে করা এক প্রশ্নে তিনি বলেন ‘নয়াপল্টনে বিএনপির একজন আবাসিক প্রতিনিধি রয়েছে। এ ধরনের আজগুবি অভিযোগ তিনি করেন। এটা মিথ্যাচার তৈরি করার জন্যই করা হয়। জনমত পক্ষে না থাকলে প্রশাসন ও স্ট্যাব্লিশমেন্ট দিয়ে কোনো মেকানিজম কাজ করবে না।’
যশোর জেলা বিএনপি সভাপতির লাশ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধারের ঘটনায় দলটির বক্তব্যে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, যশোরের কোনো প্রার্থী বুড়িগঙ্গা নদীতে লাশ, এর মানে তো ‘ডাল মে কুচ কালা হ্যায়’। এটা ওদের নিজস্ব কোন্দলের কারণেও হতে পারে। কারও সঙ্গে কোন্দলের কারণে তারা উনাকে মারতে পারে। কিন্তু সেখানে আওয়ামী লীগের কি স্বার্থ থাকতে পারে। প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
শরীকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো টানাপোড়েন হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন নিয়ে দরকষাকষি তো হবেই। এটা গণতন্ত্রের অংশ। তবে, কোনো টানাপোড়েন নেই। সব কিছুই আমাদের নিয়ন্ত্রনেই আছে। কে কত সিটে জিততে পারবে, এটাই হলো আমাদের প্রাইম কনসিডারেশন।
মহাজোটের সঙ্গে আসন বন্টন চূড়ান্ত হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মৌখিকভাবে হয়েছে। যখন ঘোষণা হয়ে যাবে, তখন তো আপনারা পেয়ে যাবেন। শরীকদের কে কত আসন পেতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি একটা অনুমান করতে পারি। আমি বার-বার বলেছি প্রার্থীকে ইলেক্টেবল হতে হবে। সে ক্ষেত্রে ৬৫-৭০ এর জায়গায় ২/৪টা বাড়তেও পারে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয়য় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার প্রমুখ।
সারাবাংলা/এনআর/জেএএম