Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষের জোয়ারে নৌকা ভেসে যাবে: মওদুদ আহমদ


২৩ নভেম্বর ২০১৮ ১৪:০১ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৬:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষের জোয়ার এলে নৌকা ভেসে যাবে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, বর্তমানের সরকারের কাছে বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সাত দফা দাবি জানানো হয়েছে। কিন্তু এ সরকার একটি দাবিও মেনে নেয়নি। এ সরকার পরাজয়ের ভয় পায়। একটি দলীয় সরকার অধীনে কখন সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

বিজ্ঞাপন

জনগণের ওপর সরকারের অস্থা নেই উল্লেখ করে বিএনপির শীর্ষ এ নেতা বলেন,  তারা আটঘাঁট বেঁধেও জনগণকে বিশ্বাস করে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে না। তারা জণগণকে বিশ্বাস করেনি। মানুষ তাদের ভোট দেবে, এ কথাটা তারা বিশ্বাস করে না। সে কারণে তারা এখন গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। তাদের নিজেদের গোয়েন্দা সংস্থার একটা রিপোর্টও তাদের পক্ষে আসেনি যে তারা নির্বাচনে জয়লাভ করবে।

বর্তমান নির্বাচন কমিশন সরকারের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে উল্লেখ করে মওদুদ বলেন, এ কারণে এখন পর্যন্ত কোনো কর্মকর্তাকে বদলি করেনি এই কমিশন। নির্বাচন কমিশন ও সরকার— তারা একটি পক্ষ। যে কারণে তফসিল ঘোষণার পরও প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হলেও তা নিয়ে সবাই নীরব। অথচ প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, আমাদের নেতাকর্মীদের আর মামলা-হামলা দিয়ে হয়রানি করা হবে না।

জনগণকে নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশের জনগণকে বুঝতে হবে, এবারই ভোট দেওয়ার শেষ সুযোগ। আর সুযোগ পাবেন না। তাই ভোট দেওয়ার সময় কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই স্লোগানে এগিয়ে যান— আমার ভোট আমি দেবো, লড়াই করে দেবো।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সভাপতি এ কে এম মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

সারাবাংলা/এআই/টিআর

বিএনপি ব্যারিস্টার মওদুদ আহমদ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর