নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ১২ শ্রমিক ঢামেক হাসপাতালে
২৩ নভেম্বর ২০১৮ ১৫:৪০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ১২ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
এদিন (শুক্রবার) সকাল ১১টার দিকে উপজেলার মদনপুর বড়াইগ্রামে ‘মোনতাহান স্টিল মিল’এ এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন, রূপক (২০), সুজন (১৮), রানা (২২), আরিফ (২০), সজীব (২৫), গোপাল মণ্ডল (২৬), সালাউদ্দিন (৩৪), কবির হোসেন (৩০), জাফর (২৫), মানিক (২৫), শাকিল (২৫) ও মাসুম (২৫)।
কারখানাটির আরেক শ্রমিক সিরাজুল ইসলাম জানান, লোহা গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। উত্তপ্ত গলা লোহা শ্রমিকদের গায়ে পড়লে তারা দগ্ধ হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
সারাবাংলা/এসএসআর/এটি