পতাকা বিক্রির আড়ালে টিকেট কালোবাজারি, গ্রেফতার ৫
২৩ নভেম্বর ২০১৮ ১৭:২৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশে বিভিন্ন ক্রিকেটের আসরকে কেন্দ্র করে ভেন্যুর আশপাশে পতাকা বিক্রির আড়ালে টিকেট কালোবাজারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের ১৪৭টি টিকিট পেয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে আছেন, চান মিয়া (৩৭), জাহাঙ্গীর (৩৫), মো. তারেক (৫০), সুবর্ণা (৩০) ও রোজিনা (১৮)।
ওসি সারাবাংলাকে জানান, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ক্রিকেট খেলার সময় স্টেডিয়ামের আশাপাশে গ্রেফতার হওয়া পাঁচজন ভ্রাম্যমাণভাবে পতাকা, হাত ও মাথার ব্যান্ডসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে। এর আড়ালে তারা স্টেডিয়াম থেকে অগ্রিম টিকেট বের করে নেয়। পরে সেই টিকেট চড়া দামে বিক্রি করে।
‘চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের ১৪৭টি টিকেট তারা ঢাকা থেকে সংগ্রহ করে। পরে সেগুলো বিক্রির জন্য চট্টগ্রামে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের গ্রেফতার করেছি।’ বলেন ওসি
সারাবাংলা/আরডি/এমএইচ
আরও পড়ুন
বিশ্বকাপ ট্রফি’র প্রদর্শন চট্টগ্রামে স্টেডিয়াম পাড়ায়
চট্টগ্রাম মানেই মুমিনুলের সেঞ্চুরি
চট্টগ্রাম আবাহনীর ‘টানা’ না আরামবাগের প্রথম