Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ আচরণবিধি লঙ্ঘন করছে: ঐক্যফ্রন্ট


২৩ নভেম্বর ২০১৮ ১৮:৩৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৯:১২

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘন করছে আওয়ামী লীগ। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে দলটি আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার (২৩ নভেম্বর) রাজধানীর মতিঝিলের ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সংবাদ সম্মেলনে একথা বলেন।

বুলু বলেন, ‘নির্বাচন কমিশন একতরফাভাবে সরকারদলীয় প্রার্থীদের সুবিধা দিয়ে আসছে। প্রতীক বরাদ্দের আগেই দেশের বিভিন্নস্থানে সভা সমাবেশ করছে তারা। অথচ বিএনপির প্রার্থীদের মিথ্যা গায়েবি মামলায় গ্রেফতার করছে।’

নমিনেশনপত্র তুলতে এসে যশোরের বিএনপি নেতা খুন হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তাকে হোটেল থেকে তুলে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও আমরা কোনো প্রতিকার পাইনি।’

আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী মিলন কারাগারে

সাবেক শিক্ষা-প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের গ্রেফতারের নিন্দা জানিয়ে বুলু বলেন, ‘হাইকোর্ট থেকে ডিভিশন নেওয়ার পরও তাকে গ্রেফতার করেছে পুলিশ। অথচ এতদিন তাদের কোনো তৎপরতা ছিল না।’

নির্বাচন থেকে বিএনপি নেতাদের দূরে রাখতে এসব গণ-গ্রেফতার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সারাবাংলা/এমএস/এনএইচ

আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর