রাজধানীতে ৭ কেজি স্বর্ণসহ আটক ৪
২৩ নভেম্বর ২০১৮ ১৯:৪৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কল্যাণপুর থেকে অবৈধ স্বর্ণের চালানসহ ৪ ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় প্রায় ৭ কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। র্যাব জানায়, আটক ব্যক্তিরা আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য। এদের মধ্যে একজন নারী, বাকি তিনজন পুরুষ।
শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-২ এর কম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম এলাকায় এসপি গোল্ডেন লাইন বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন, আয়শা বেগম (৪০), লিটন হোসেন (৩০), আমিনুর (২৩) ও শাহ আলম (৩২)।
রুহুল আমিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বর্ণের চালান নিয়ে তারা সাতক্ষীরা যাচ্ছিল। সেখান থেকে স্বর্ণের চালান যেত ভারতে।
সারাবাংলা/এসএইচ/এটি