শীতে কেউ মারা যায়নি : মায়া
৯ জানুয়ারি ২০১৮ ১৩:৩৬
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা : দুর্যোগ ব্যবস্থাপনা, পুনর্বাসন ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শীতে সারাদেশে কেউই মারা যায়নি। এ পর্যন্ত যে তিনজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান। শীতজনিত কারণে কিংবা কম্বলের অভাবে কোনো মানুষ মারা যায়নি।
‘আমরা জেলা প্রসাশকের মাধ্যমে খবর নিয়েছি, শুধু শীতের কারণে মারা যাওয়ার খবর সঠিক নয়’ বলেন মায়া।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ২০ জেলায় এরইমধ্যে ২৮ লাখ ১০ হাজার কম্বল বিতরণের জন্য পাঠানো হয়েছে। এসব জেলায় ত্রাণ বিতরণের জন্য মন্ত্রণালয় থেকে ২০ জন কর্মকর্তাকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সব কর্মকর্তারা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সভা করবেন। একইসঙ্গে কম্বল, শুকনো খাবার বিতরণ করবেন এবং শৈত্যপ্রাহের সার্বিক পরিস্থিতি মন্ত্রণালয়কে অবহিত করবেন।
সারাবাংলা/জিএস/একে