কত কেন্দ্রে ইভিএম সিদ্ধান্ত বিকেলে
২৪ নভেম্বর ২০১৮ ১৪:৩২
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে তা চূড়ান্ত করতে বিকেলে কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার সময় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসনের কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেটি এই সভায় নির্ধারণ করা হবে। এ ছাড়া নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির বিষয়েও তারা ইসি সচিবালয়ের কাছ থেকে তথ্য জানবেন।
৪০ তম কমিশন সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এই কমিশন সভার তিনটি বিষয়ে আলোচনা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে ভোট কেন্দ্র নির্ধারণ, নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি অবহিতকরণ ও বিবিধ।
সারাবাংলা/জিএস/একে