Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ৪ দিন পরেও খোঁজ মেলেনি কিশোরীর


২৪ নভেম্বর ২০১৮ ১৮:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: অপহরণের পর চারদিন পেরিয়ে গেলেও বগুড়ার আদমদীঘির অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীতে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃত কিশোরীর বাবা জানান, আদমদীঘির স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল তার মেয়ে। স্কুলে যাতায়াতের সময় সান্দিড়া গ্রামের সাদ্দাম হোসেন প্রায়ই তাকে প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে উত্যক্ত করত। তার মেয়ে প্রেম প্রত্যাখ্যান করায় সাদ্দাম ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ২০ নভেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় তারাপুর মন্দিরের কাছে সাদ্দাম হোসেন ও তার চার সহযোগী জোর করে মেয়েটিকে তুলে নিয়ে পালিয়ে যায়।

এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মূল অপহরণকারী সাদ্দাম হোসেনের বাবা আব্দুস সামাদ ও সহযোগী সাব্বির হোসেনের বাবা মুরশিদ আলীকে গ্রেফতার করে।

তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশ ওিই কিশোরীকে উদ্ধার বা মূল অপহরনকারীকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মহাদেব জানান, তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা। ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। এরইমধ্যে দুইজনকে আটকও করা হয়েছে। শিগগিরই ওই কিশোরীকে উদ্ধার করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/এসএমএন

অপহরণ বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর