Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন বণ্টন নিয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে: জাপা মহাসচিব


২৪ নভেম্বর ২০১৮ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘মহাজোটের আসন বণ্টন নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনা আরও চলবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জাতীয় পার্টি সন্তোষজনক আসন পাবে। স্বল্প সময়ের মধ্যেই মহাজোটর প্রার্থী তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’

শনিবার (২৪ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার। এ ছাড়া ফেনী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম, ফেনী জেলার নেতা মিজান শাহ আলম, মোতাহার হোসেন চৌধুরী রাশেদ, ইকবাল আলমগীর, আজিজুর রসুল মিলন, মজিবুর রহমান বাবুল, আবু সুফিয়ান, এড. রেজাউল হক রবি, আলমগীর হোসেন ভূইয়াসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি রুহুল আমিন হাওলাদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর