Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ঘৃণ্য মতলব প্রকাশ পাচ্ছে: কাদের


২৪ নভেম্বর ২০১৮ ১৯:৪৬

ছবি: ফাইল

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: পুলিশ ও প্রশাসনের ৯২ জন কর্মকর্তাকে প্রত্যাহার চেয়ে বিএনপি দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা পুলিশ প্রশাসনের বিভিন্ন ব্রিলিয়ান্ট কর্মকর্তাদের নামে আজগুবি বানোয়াট কথা অপপ্রচার করে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে। এর মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করে একটি অকার্যকর প্রশাসনিক ব্যবস্থা কার্যকর করতে চাই।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রশাসনের বিরুদ্ধে কথা বলছে। তাদের উদ্দেশ্য হচ্ছে সিভিল প্রশাসন পুলিশ প্রশাসনে, এখন যে শৃঙ্খলা বিরাজ করছে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা একটি কমিটমেন্ট নিয়ে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ এর জন্য কাজ করে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বিএনপি জনগণের কাছে পাত্তা পাচ্ছে না। তারা চাইছে পুলিশ প্রশাসনের বিভিন্ন ব্রিলিয়ান্ট কর্মকর্তাদের নামে অপপ্রচার করে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে একটি অকার্যকর প্রশাসনিক ব্যবস্থা কার্যকর করতে চাইছে। যতই সময় যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে তাদের এই ঘৃণ্য মতলব ততই পরিষ্কার হচ্ছে।’

তিনি বলেন, ‘ইভিএম যেহেতু আমাদের এখনো এক্সপার্টিজ’র অভাব আছে জনগণের এ ব্যাপারে অভিজ্ঞতার অভাব আছে সরকার চাইছে এবারের নির্বাচনে সীমিত পরিসরে সেটি ব্যবহার করা হোক। নির্বাচন কমিশনও সেটি সীমিত আকারে ব্যবহার করতে চায় কিন্তু বিএনপি ইভিএমকে কেন্দ্র করে যে অপপ্রচার করেছিল আপনারা দেখুন বাস্তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সঙ্গে তার কোনো মিল নেই।’

মনোনয়ন নিশ্চিতের খবর পেয়ে বিভিন্ন দলীয় প্রার্থীর মিষ্টি বিতরণের বিষয়টির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উদ্দীপনাটা যদি না থাকত তাহলে কি মিষ্টি খাওয়া হতো? মিষ্টি খাচ্ছে খাক না? হয়ত ভেবেছেন মনোনয়ন পেতে পারেন এখনও তো আমরা ঘোষণা করি নাই। কাল থেকে সবাই জানবেন।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ কে এম এনামুল হক শামীম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপি


বিজ্ঞাপন
সর্বশেষ

৫০-এ ‘এমন যদি হতো’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০

আদালতে হিরো আলমের ওপর হামলা
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯

সম্পর্কিত খবর