Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত


২৫ নভেম্বর ২০১৮ ০৮:৪৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় দুই ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ খোকন আলী ওরফে হাতকাটা ঠাণ্ডু (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশের দাবি, খোকন আলী ওরফে হাতকাটা ঠাণ্ডু ডাকাত দলের সদস্য। দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, আধিপত্য ডাকাতদের দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে এমন সংবাদ পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খোঁজ নিয়ে জানা যায়, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু ডাকাত। তিনি সদর উপজলার আলামপুর ইউনিয়নের পুকুরপাড়া এলাকার মৃত আইজাল আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

কুষ্টিয়ায় আলাদা ‘বন্দুকযুদ্ধে’ ২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

কুষ্টিয়া ডাকাত বন্দুকযুদ্ধ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর