Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সমাপনী পরীক্ষার্থীর মৃত্যু


২৫ নভেম্বর ২০১৮ ১২:১৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে কেন্দ্রে যাবার পথে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃত ইশা আক্তার (১২) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের বড় বাড়ির দিদারুল ইসলামের মেয়ে। সে শান্তিরহাটে কুসুমপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল।

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, পরীক্ষা দিতে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে বিনিনিহারা চিল্লা শাহ মার্কেটের সামনে আসার পর দ্রুতগামী একটি বাস ইশাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় ইশা। আহত অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমএইচ

আরও পড়ুন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মী নিহত

চট্টগ্রামে দুই ‘অটোরিকশা চোর’ গ্রেফতার

চট্টগ্রাম দুর্ঘটনা পরীক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর