দল বড়, অসন্তোষ থাকবে: ওবায়দুল কাদের
২৫ নভেম্বর ২০১৮ ১৩:৫০
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে অনেক বড়, একটু অসন্তোষ থাকবে। তবে সেই অসন্তোষ দমন করতে সার্জারির ব্যবস্থা আছে। আছে মেডিসিন, হোমিওপ্যাথিক ও অ্যালোপ্যাথিক ব্যবস্থাও। দল যাকে মনোনয়ন দিয়েছে সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে।’
রোববার (২৫ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘আজ মনোনয়নের চিঠি তুলে দেওয়া হচ্ছে, আগামীকাল জোটগতভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কোনো কোনো আসনে দুজন প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। লিগাল কিছু ব্যাপার থাকায় এটা করা হয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সব প্রার্থীই হেভিওয়েট, লাইটওয়েট কেউ নেই। অনেক চিন্তা-ভাবনা, জরিপ দেখে মনোনয়ন দেওয়া হয়েছে।’
বিএনপি সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপির পরাজয় আনুষ্ঠানিক ঘোষণা বাকি। পুলিশ প্রশাসন, ইসি সবাইকে টার্গেট করছে তারা। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তারা। পুলিশের ওপর হামলা করে, গাড়িতে আগুন দিয়ে নৃত্য করে দেখিয়েছে যে, তারা কতটা ভয়ঙ্কর।’
জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে কাদের বলেন, ‘তাদের যাওয়ার কোনো রাস্তা নাই, অসহায় হয়ে তারা তারেক রহমানের কাছে আত্মসমর্পণ করেছে। মঞ্চে এখন সব বিএনপি নেতাদের দেখা যায়। ঐক্যফ্রন্টের বাঘা বাঘা নেতারা অনুপস্থিত। অবান্তর হয়ে যাচ্ছে সব। তাদেরকে কে নেবে?’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে সারাদেশ বিভিষীকাময় হয়ে উঠবে। চরমপন্থা ও অন্ধকার নেমে আসবে। ২০০১ সালের চেয়েও ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে।’
সারাবাংলা/ইউজে/একে