Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণ ফোনের চাকরিচ্যুতির প্রজেক্ট ‘সিডিসি’ বন্ধের দাবি


২৫ নভেম্বর ২০১৮ ১৫:৪৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশের অন্যতম করপোরেট প্রতিষ্ঠান এবং শীর্ষ টেলিকম কোম্পানি গ্রামীণ ফোনে’র চাকরিচ্যুতির প্রজেক্ট ‘কমন ডেলিভারি সেন্টার’ (সিডিসি) বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ইউনাইটেড গ্রামীণ ফোন এমপ্লয়িজ।

রোববার (২৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রামীণ ফোন ইউনাইটেড এমপ্লয়িজ এই কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে তারা বিটিআরসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কয়েকশত চাকরিজীবী সমাবেশে উপস্থিত ছিলেন। ইউনাইটেড গ্রামীণ ফোন এমপ্লয়িজের আহ্বায়ক আহমদ মঞ্জুরদ্দৌলার সভাপতিত্বে এবং মীর ইফতিয়ার হোসেন ইফতির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গ্রামীণ ফোনের সব শ্রেণীর কর্মচারী-কর্মকর্তারা।

ইউনাইটেড গ্রামীণফোন এমপ্লয়িজের মুখপাত্র সুব্রত দাশ খোকন সারা বাংলাকে বলেন, ‘বিশ্বের যেই দেশে সিডিপি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সে দেশেরই টেকনিক্যাল সিস্টেমের সব কর্মচারী চাকরি হারিয়েছে। কেননা, অপারেটর কর্তৃপক্ষ এসব কাজ আন্তর্জাতিক কোম্পানি ইরাকসন, নোকিয়া, মাইক্রোসফটকে দিয়ে করিয়ে লাভবান হয়।’

সুব্রত আরও বলেন, ‘গ্রামীণ ফোন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘোষণা করেছে তারা সিডিপি প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছে। তাহলে আমরা শতভাগ নিশ্চিত আমাদের চাকরি থাকবে না। আমরা ছয় শতাধিক মানুষ একসঙ্গে চাকরি হারালে আমাদের পরিবার কিভাবে চলবে। আমরা কি খেয়ে বাঁচবো। এটা কখনোই উন্নয়নশীল দেশের আচরণ হতে পারে না।’

সিডিপি প্রজেক্টের কারণে যেনো গ্রামীণ ফোনের কোনো কর্মচারী চাকরি না হারায় সেজন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন ইউনাইটেড গ্রামীণ ফোন এমপ্লয়িজ।

সারাবাংলা/এসও/এএস/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর