Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো না হলে আন্দোলনের হুঁশিয়ারি


২৫ নভেম্বর ২০১৮ ১৬:১৪

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাবি: নির্বাচনি ইশতেহার ঘোষণার আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সাংবাদিক সমিতিতে (ডুজা) এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতাকর্মীরা এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ যুগ্ম-আহ্বায়ক নাসরিন সুমি বলেন, ‘চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার নিমিত্তে জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনি ইশতেহারের পূর্বেই ৩৫ এর প্রজ্ঞাপন না দেওয়া হলে শিগগিরই কঠোর আন্দোলনে ডাক দেওয়া হবে।’

এসময় তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন। সেগুলোর মধ্যে পূর্বে সরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ বছরের সেশনজট থাকা, বিভিন্ন দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে শুরু করে ৬০ বছর পর্যন্ত থাকা উল্লেখযোগ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক মো. ইমতিয়াজ হোসেন, যুগ্ম-আহ্বায়ক এম এ আলী, ইমরান চৌধুরী, নাদীয়া সুলতানা, শ্রাবণ আহমেদ, ফুয়াদ আলমসহ প্রমুখ।

সারাবাংলা/কেকে/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর