Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেক্সিট চুক্তি অনুমোদন করল ইউরোপীয় ইউনিয়ন


২৫ নভেম্বর ২০১৮ ১৬:২২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের বিষয়ে ব্রেক্সিট চুক্তিটি ইইউ নেতারা অনুমোদন করেছেন বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। রোববার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।

এক টুইটার বার্তায় টাস্ক জানান, ইইউ২৭ ভবিষ্যত যুক্তরাজ্য-ইইউ সম্পর্কের রাজনৈতিক ঘোষণা ও চুক্তিটি অনুমোদন করেছে।

ডোনাল্ড টাস্ক বলেন, ইইউ থেকে যুক্তরাজ্যের বিদায়ের বিষয়ে চুক্তিটিতে সম্মত হয়েছেন দেশগুলোর নেতারা।

বেলজিয়ামের ব্রাসেলসে এক ঘণ্টারও কম সময়ের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশেরে নেতারা ব্রেক্সিট চুক্তিতে নিজেদের সমর্থন ব্যক্ত করেন। এর আগে, স্পেন জিব্রাল্টার বিষয়ে যুক্তরাজ্যের সাথে মীমাংসা হয়েছে জানালে চুক্তি নিয়ে সংশয় দূর হয়।

ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পাওয়ার পর চুক্তিটি কার্যকরী হতে হলে এখন যুক্তরাজ্যের পার্লামেন্টে তা পাস হতে হবে। তবে পার্লামেন্ট সদস্যরা চুক্তিটিকে সমর্থন করবেন না বলেই ধারণা করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্ট সদস্যদের অনুরোধ করে বলছেন, ইইউ এর চেয়ে ভালো চুক্তির প্রস্তাব যুক্তরাজ্যকে দিবে না।

২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টা থেকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ হবে। ২০১৬ সালে যুক্তরাজ্যে ইইউ প্রশ্নে হওয়া এক গণভোটে দেশটির ৫২ ভাগ লোক ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার পক্ষে রায় দেন।

সারাবাংলা/এনএইচ

ডোনাল্ড টাস্ক ব্রেক্সিট চুক্তি


বিজ্ঞাপন
সর্বশেষ

৩ বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩১

ব্রাজিলকে হারিয়ে প্যারাগুয়ের চমক
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০

সম্পর্কিত খবর