চট্টগ্রাম রেলস্টেশনে ৯৫টি টিকেটসহ কালোবাজারি গ্রেফতার
২৫ নভেম্বর ২০১৮ ১৬:৪৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ২২:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মো. ইউসুফ (৩৬) নামে এক পেশাদার টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে চলা বিভিন্ন ট্রেনের ৯৫টি টিকেট জব্দ করা হয়।
রোববার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউসুফের বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে।
পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর সারাবাংলাকে বলেন, টিকেট কালোবাজারির অভিযোগে ইউসুফের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় আগেও মামলা ছিল। এদিন গ্রেফতারের পর ৯৫টি টিকেট পাওয়া গেছে তার কাছে। তাই নতুন করে আরেকটি মামলা করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এটি