১১ জানুয়ারি থেকে ঢাকায় স্মার্টফোন ও ট্যাব মেলা
৯ জানুয়ারি ২০১৮ ১৬:৩১
স্টাফ করেসপন্ডেন্ট
আগামী ১১ জানুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার মেলা। টানা নবম বারের মতো এ মেলার আয়োজন করতে যাচ্ছে এক্সপো মেকার।
মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন এক্সপো মেকারের পরিকল্পনাকারী মুহম্মদ খাঁন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ১১ জানুয়ারি বিকেল ৩ টায় এ মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলার গেইট উন্মুক্ত থাকবে। তবে শুক্র ও শনিবার রাত নয়টা পর্যন্ত মেলার গেইট খোলা রাখা হবে।
মেলায় দেশী-বিদেশী বিভিন্ন স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়াও মেলা উপলক্ষ্যে বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের ওপর থাকছে বিশেষ ছাড় ও ক্যাশ ব্যাক অফার।
সারাবাংলা/এসও/টিএম/এমআই