Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের প্রকল্প গতিশীল করার তাগিদ মন্ত্রীর


৯ জানুয়ারি ২০১৮ ১৬:২১

স্পেশাল করেসপন্ডেন্ট

দেশের বিনিয়োগ, বাণিজ্য ও আমদানি-রপ্তানী কার্যক্রম বৃদ্ধির সঙ্গে ক্রমেই বিমান ও বিমানবন্দরের কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই  সিভিল  এভিয়েশন কর্তৃপক্ষের(বেবিচক) প্রকল্পগুলোতে আরও গতি আনতে হবে বলে মন্তব্য করেছেন নব নিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ,কে,এম শাহজাহান কামাল।

মঙ্গলবার ৯ জানুয়ারি সকালে বেবিচক সদর দপ্তরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, নয় মাসে স্বাধীনতা অর্জিত হয়েছে। একটি মন্ত্রণালয়কে গতিশীল করতে নয় মাস সময় কম নয়। তিনি দ্রুততম সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ এবং কক্সবাজার বিমানবন্দরের দ্বিতীয় ফেজের কাজ শুরুর তাগিদ দেন। শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমকে সুষ্ঠভাবে সম্পন্ন করে যাত্রীসেবার মান উন্নয়নে আন্তরিক হতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় আরও বক্তব্য রাখেন বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক। সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসান।

সভা শেষে মন্ত্রী হযরত শাহজালাল বিমান বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

সারাবাংলা/জেএ/টিএম


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর