Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’


২৬ নভেম্বর ২০১৮ ১৩:৩৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে এখন থেকে দিনটি ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপিত হবে।

সোমবার (২৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয় বলে দুপুরে সংবাদ ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০১৭ সালের ২৭ নভেম্বর মন্ত্রিসভা ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে ঘোষণা করে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছিল। সেই হিসেবে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/এইচএ/একে

 

১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ মন্ত্রিসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর