Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চিঠিতে ‘প্রধানমন্ত্রীর স্লোগান’ বন্ধের দাবি ঐক্যফ্রন্টের


২৬ নভেম্বর ২০১৮ ১৪:৫০ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৪:৫১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনকালীন সময়ে সরকারি চিঠি থেকে ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ লেখা স্লোগান বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার (২৬ নভেম্বর) দুপুরে এ সংক্রান্ত চিঠি দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “সরকারের বিভিন্ন চিঠিপত্রে একটি কমন স্লোগান রাখা হচ্ছে। আগে যেমন পরিবার পরিল্পনার বিষয়ে একটি কমন স্লোগান থাকতো যেমন- ‘ছেলে হোক, মেয়ে হোক দুইটি সন্তানই যথেষ্ট’। বর্তমানে আওয়ামী লীগের প্যাডের উপর এই স্লোগানগুলো আছে- ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’। একই স্লোগান সরকারি দপ্তর থেকে যে চিঠিগুলো দেওয়া হয়, সেই চিঠিগুলোতেও এই স্লোগানের সিল মারা হচ্ছে। আবার বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি প্যাডের উপর এই স্লোগানটি টাইপ করা আছে। নির্বাচনের এই সময়ে আমরা এগুলোকে পরিহার করতে বলেছি।”

তিনি বলেন, ‘পুলিশ এখনও প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বাড়ি বাড়ি গিয়ে তারা কি করে, তাদের ছেলেমেয়েরা কি করে, আত্মীয়রা কি করে তার খোঁজ নিচ্ছে। এতে তারা বিব্রত হচ্ছে ও ভয় পাচ্ছে। অনেকে এই দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দিতে বলছে।’

‘আমাদের মনে হয় তারা (ইসি) তালিকাটি চূড়ান্ত করে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। পুলিশ এ তালিকা সংগ্রহ করার ক্ষেত্রে সরকারের হয়ে পক্ষপাতমূলক কাজ করছে। ফলে আমরা চাই এই তালিকা যেনো পুনর্নির্ধারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের এই দায়িত্ব দেয়া হোক এবং আগামী ১০ তারিখের আগে যেনো এই তালিকা চূড়ান্ত করা না হয়, এবং তালিকা চূড়ান্ত করার পর যেনো তা প্রকাশ্যে ঝুলিয়ে দেন’, যোগ করেন বিএনপির এ প্রতিনিধি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এছাড়া ব্যাংকগুলোর করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড থেকে গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এখন এ কম্বলগুলো এমপিদের মাধ্যমে বিতরণ করার চেষ্টা করা হচ্ছে। গরীব মানুষেরা কম্বল না পাক এটা আমরা চাই না। তবে আমরা চাই এমপিরা বিতরণ না করে এগুলো ব্যাংকের কর্মকর্তারা বিতরণ করেন এবং স্থানীয় নেতারা এতে সম্পৃক্ত না থাকেন।’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই কোনোভাবেই যেনো নির্বাচনে ইভিএম ব্যবহার না হয়। এটি ব্যবহার করার সিদ্ধান্ত হলেও আমরা চাইবো নির্বাচন কমিশন যেনো এই সিদ্ধান্ত থেকে সরে আসে।’

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর