Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটন খাতে এফবিসিসিআইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান


৯ জানুয়ারি ২০১৮ ১৬:৪৭

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ১০তম ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স’-এ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে সম্পৃক্ত থেকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত এক আলোচনায় ট্যুরিজম বোর্ডের পক্ষে এ আহ্বান জানানো হয়।

আলোচনায় জানানো হয়, ৫ থেকে ৭ ফেব্রুয়ারি তিনদিনের এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে ওআইসি সদস্যভুক্ত ৫৭টি দেশের পর্যটন মন্ত্রীবর্গ, ওআইসিভুক্ত ইন্সটিটিউটগুলোর প্রধানগণ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আলোচনায় এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘পর্যটন বর্ষ ঘোষণার মাধ্যম্যে সরকার এ খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। দেশে এ খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। শুধু বেড়ানোর উদ্দেশ্যে নয়, বাংলাদেশ টেক্সটাইল ট্যুরিজম, আর্ট-কালচার ট্যুরিজম, হেলথ ট্যুরিজম, রিলিজিওন ট্যুরিজমের গন্তব্য হতে পারে বাংলাদেশ।’

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওআইসি ট্যুরিজম সম্মেলনে ‘বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা ও বিনিয়োগ আকর্ষণে’ এফবিসিসিআইকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সারাবাংলা/ইএইচটি/আইজেকে


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর