Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী


৯ জানুয়ারি ২০১৮ ১৬:৪৮

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড) সম্মেলনে যোগ দিতে ১১ ফেব্রুয়ারি ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। এছাড়া ভ্যাটিকানের রাষ্ট্র প্রধানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে। তবে কোনো কারণে সফর ১০ ফেব্রুয়ারি রাতেও হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন সফরে ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন ভ্যাটিকানের রাষ্ট্র প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন।

ইতালির সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা হতে পারে।

সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর। সেই সঙ্গে ইতালিতে বসবাসকারী বাংলাদেশিদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।

১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন।

সারাবাংলা/জেআইএল/এনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর