গত ১০ বছরে অর্থমন্ত্রীর সম্পদ বেড়েছে ১ কোটি ১৩ লাখ টাকা
২৬ নভেম্বর ২০১৮ ১৭:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: মন্ত্রী থাকাকালে গত দশ বছরে অর্থমন্ত্রীর সম্পদ বেড়েছে ১ কোটি ১৩ লাখ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকা।
সোমবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তার ব্যক্তিগত কর হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ব্যক্তিগত আয়ের বিবরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রী হওয়ার আগে আমার সম্পদের পরিমান ছিল ১ কোটি ১৪ লাখ টাকার মতো। আমি সরকারের পক্ষ থেকে ১০ লাখ ৬৭ হাজার ৫৮০ টাকা পাই। কমিশন থেকে পাই ১ লাখ ২৫ হাজার ৩৪২ টাকা। মেইনটেনেন্স থেকে পাই ২ লাখ ৬৮ হাজার ৯৭৮ টাকা। ইউএস ডলার বন্ড থেকে পাই ১ লাখ ৫৮ হাজার ১৭০ টাকা। ডিভিডেন্ট থেকে পাই ১৬ হাজার ৯২৩ টাকা। মোট আয় হয় ১৬ লাখ ৩০ হাজার ৯৯৩ টাকা।
আয়করের বিবরণ উল্লেখ করে মুহিত বলেন, ২০১৮-২০১৯ অর্থবছরে মোট আয় হয়েছে ১৭ লাখ ৯৭ হাজার তিনশ ৪৮ টাকা। এটা ট্যাক্সেবল ইনকাম। আর নন ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ১৬ লাখ ৩০ হাজার টাকা। মোট আয় হয়েছে ৩৪ লাখ ২৮ হাজার টাকা।
এছাড়া, চলতি বছর মোট ট্যাক্স দিতে হবে ২ লাখ ২৭ হাজার ৯২১ টাকা। এর মধ্যে ১ লাখ ৫৪ হাজার টাকা দেওয়া হয়েছে। আজ (২৬ নভেম্বর) আমি ৬৮ হাজার ৪৭৮ টাকা ট্যাক্স দিয়েছি।
সারাবাংলা/এইচএ/জেএএম